Saturday, September 29, 2018

স্বপ্নপরি


স্বপ্নে এসেছিলে,আর নামটাও জানা হয়নি,তাই আমি নিজেই তোমার নাম দিয়ে দিলাম "স্বপ্নপরি"।
কিন্তু,তুমি কোথায় হারালে?একদিন স্বপ্নে এসেই উধাও হয়ে গেলে?
মানুষ দুঃস্বপ্ন কে ভুলে যেতে চায় আর সুস্বপ্নটা যেন সত্যি হয়,সেই আশায় থাকে।কিন্তু,তুমি আমার কেমন স্বপ্ন?স্বপ্নেই তো ভাল ছিলাম।ঘুম ভাঙার পর থেকে শুধু হারানোর যন্ত্রনা।প্রথম প্রেমটাও ভুলে উঠতে পারিনি,যার কষ্ট প্রতিনিয়ত বুকে চাবুকের আঘাত করে।
আর তুমি কিনা স্বপ্নপরি নতুন করে প্রেম জাগাতে চাও।বুঝতেও পারছিনা এবার দ্বিতীয় প্রেম এলো নাতো।আমি মেয়েদের দিকে খুব বেশি তাকাতে পারিনা,মাথা নিচু করেই চলি।আর গতকাল এখানে ওখানে,রিক্সায় কত মেয়ের দিকে তাকিয়েছি,কিন্তু খুঁজে পেলাম না তোমাকে।
তবে তুমি কি আড়ালেই থেকে যাবে?
একদিন স্বপ্নে এসে জীবন এলোমেলো করে দেবে?

No comments:

Post a Comment