কাল তো ২৬'ই অক্টোবর।তাই না?দিনটি আমার জীবনে ঘটে যাওয়া কোনো উল্লেখযোগ্য দিন নয়।তবুও উল্লেখযোগ্য।কারন একজনের জীবনের সাথে জড়িয়ে আছে আমার জীবন। আর তার জন্মদিন যে দিনটাতে,সেই দিনটা আমার জন্য কিভাবে উল্ল্বখযোগ্য না হয়ে পারে?
কে সেই লোক?কার জীবনের সাথে জড়িয়ে আছে আমার জীবন?
এই প্রশ্ন???
আসলে সে আমার কি হয় বা আমাদের কি সম্পর্ক,এইসবের সঠিক কোনো জবাবই আমার কাছে নেই।শুধু এতটুকুই বলতে পারি,তাকে ভালবাসি। অনেক ভালবাসি।
আজ প্রায় সাত বছর,তার ভালবাসা পাবার আর্তনাদে শুন্য হৃদয় কাঁদছে। এটা জেনেও,তাকে পাবা আমার জন্য সহজ নয়।যখনই তাকে পাবার কথা চিন্তা করি,তখনই সব প্রতিকুল পরিবেশের প্রতিবন্ধকতা'গুলো আমাকে ঘিরে ধরে।যা হৃদয়ের কষ্টগুলোকে বেগান্বিত করে এবং বাড়িয়ে দিয়ে যায় নয়ন জলস্রোত।
হ্যা,মাঝে মাঝে খুব রাগ হয়,কেন মেয়েটা এমন?কিন্তু,সে রাগ ক্ষনিকের এবং আমার অন্তরে তা শোভা পায় না।
কারন আমার সামনে যেমন এই পরিবেশের হাজারো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে আছে,তেমনি তার সামনেও তো আছে।আর আমিই বা ভাল কোথায়?যে ঠিকমত গিয়ে ভালবাসার কথা প্রকাশ করার মত সাহস জোগাতে পারে না,সেই বা কি অন্যের দোশ দেবে?যাক এ কথা না হয় বাদ'ই দিলাম।
এখনতো শীতকাল তাই না?
যখন এক একটি মৌসুমের সামনে দাঁড়াই,তখনই মনে পরে কিভাবে আমি পাগলামি গুলো করতাম।
এই যেমন- বর্ষাকালে বৃষ্টিতে ভিজে,তাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম,আবার শীতকালে শৈত্যপ্রবাহে বাইরে নেমে সকালবেলা সে স্কুলে যাবার সময় দূর থেকে তাকিয়ে থাকতাম।যেন মৌসুমের পরিবর্তনে পাগলামির পরবর্তন হত।
আজও মনে পরে যায় সেই দিনগুলো।যা আমাকে অনেক কষ্ট দেয়,অনেক কাদায়।কিন্তু এক অন্যরকম প্রশান্তিও মনে বিরাজ করে।আর কষ্টগুলোর জন্যও তাকে দায়ী করি না,বরং নিজেকেই দায়ী করি।মহান আল্লাহতায়ালা আমাকে কিছু উপহার দিয়েছেন।আর যার উছিলা হিসেবেই হয়ত এসেছিলো মেয়েটি।সে আসার পর থেকে পাওয়া কষ্টগুলোই যেন এক ধরনের আশির্বাদের ন্যায় কাজ করেছে।এই যেমন-আমি কবিতা লিখছি,নাটক লিখছি,প্রবন্ধ লিখছি।এইসবই বা কম কোথায়??
আসলেতো মেয়েটার কাছেই আমি ঋনী।কারন,সে যা দিয়েছে,তার হয়ত সরিষা পরিমানও আমি দিতে পারিনি।
মেয়েটিকে সূর্যমুখী ডাকি মাঝে মাঝে।কারন ওকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন সেদিনও ছিলো হলদে রঙের জামায়।আর শেষবার ওর জন্মদিনে ওকে দেখেছিলাম ২০১০ সালে,সেদিনও ওর পরনে ছিলো হলদে জামা।
এই সূর্যমুখী'টা মাঝে মাঝে বারান্দায় এসে সূর্যে র আলো নিয়ে যেত।আর আমি নিচে থেকে তাকিয়ে দেখতাম অপরুপ সুন্দর এক সূর্যমুখী ফুটে আছে ঐ বারান্দায়।
শুভ জন্মদিন "সূর্যমুখী"।তুমি চিরকাল তোমার হলদে আলোয় আমার স্বপ্নে এসে রাঙিয়ে দিয়ো,মাঝে মাঝে একাকিই যেভাবে তোমার সাথে কথা বলি,যতদিন বন্ধ হয় না যেন এই আলাপন।দোয়া করি, এগিয়ে যাও সে পথে,যেখানে তোমার স্বপ্ন গাথা।আর ২৬'ই অক্টোবর যেন তোমার জীবনে বার বার আসতে থাকে।
আর আমি?বড় একা।আমারই ছায়ার মত,শুন্যতার মত,নির্সংগ বৃক্ষের মত,নির্জন নদীর মত,বিচ্ছিন্ন দ্বীপের মত,আজীবন সাজাপ্রাপ্ত আসামির মত একা আমি।
বড় একা।
বিদ্রঃ লেখাটি ২০১৪ সালের আজকের এই দিনের।
No comments:
Post a Comment