শুভ জন্মদিন সেই নারীকে,যার শুধুমাত্র সৈন্দর্যের বর্ননা করতে গিয়ে আমি তৈরি করে ফেলেছি এক চির অসমাপ্ত উপন্যাস। 🌹
কলমের কালি ফুঁড়োবে,পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে তবুও যেন শেষ হবে না তার রূপ নিয়ে লেখা আমার উপন্যাস।আমাদের চির দূরত্বের ভালবাসা নিয়ে একটি এক তরফা প্রেমের উপন্যাস।
কলমের কালি ফুঁড়োবে,পৃথিবীর কাগজ শেষ হয়ে যাবে তবুও যেন শেষ হবে না তার রূপ নিয়ে লেখা আমার উপন্যাস।আমাদের চির দূরত্বের ভালবাসা নিয়ে একটি এক তরফা প্রেমের উপন্যাস।
শুভ জন্মদিন তোমায়।সাথে জর্জরিত বুক থেকেই তোমার চোখের ঘুম কেঁড়ে নেয়া হাজারো স্বপ্ন সত্যির শুভকামনা।হতে পারে তার একটি হয়ত তোমার জীবনে আমার আবর্তনই এক দুঃস্বপ্ন। 😊
আজ তোমার ১৯তম জন্মদিন।জানিনা তোমার জন্য কতটা বিশেষ হয়ে প্রতি বছর এই দিনটি আসে।কিন্তু,গত ৮টি বছর ধরে আমার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটিই হয়ত হয়ে থাকে ২৬'ই অক্টোবর। 🌈🌈
এটাও জানিনা,তুমি কিভাবে পালন করো তোমার জন্মদিন।তবে আমি ঠিকই আমার নিয়মে পালন করি দিনটি। 😃😃
তোমাকে নিয়ে ঘুরে বেড়াই শহরের ভিড়ে।তুমি যখন আমার কাঁধে মাথা রাখো,তখন রিক্সাটাও মনে হয় যেন রকটের গতিতে দৌড়ে যাচ্ছে।বাতাস আরো বেপরোয়া হয়ে তোমার চুল খুলে দেয়,আর আমি দেখি সবার অদেখা হুর। 😇
এটাও জানিনা,তুমি কিভাবে পালন করো তোমার জন্মদিন।তবে আমি ঠিকই আমার নিয়মে পালন করি দিনটি। 😃😃
তোমাকে নিয়ে ঘুরে বেড়াই শহরের ভিড়ে।তুমি যখন আমার কাঁধে মাথা রাখো,তখন রিক্সাটাও মনে হয় যেন রকটের গতিতে দৌড়ে যাচ্ছে।বাতাস আরো বেপরোয়া হয়ে তোমার চুল খুলে দেয়,আর আমি দেখি সবার অদেখা হুর। 😇
হোক না সেগুলো কল্পনাতেই।কিন্তু,এই কল্পনাগুলোই আমার ভালবাসার সবচেয়ে বড় শক্তি।যার অনুপ্রেরণা বাস্তব তোমাকে কাছে পাবার স্বপ্ন দেখিয়ে যায় আমাকে প্রতি মূহুর্তে। 😉😉
তোমাকে যেদিন প্রথম দেখি,সেদিন তুমি ছিলে হলুদ রঙের জামায়।আর সেই থেকে তুমি হয়ে গেলে আমার সূর্যমূখি। 🌻🌻
প্রায় বিকেলেই বারান্দার রোদ্দুরে এসে বসে থাকতে তুমি।মনে হতো সূর্যের কিরন সেই সূর্যমুখির উপর পরতো,আর তা প্রতিফলিত হয়ে সাড়া দিতো আমার চোখে। 😎😎
তোমার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে অথবা তোমার বারান্দা বরাবর আরেকটি বারান্দায় বসে থাকা একটি ছেলে প্রতিদিন ব্যাকুল হয়ে যেতো,প্রতিদিন দিওয়ানা হয়ে মরতো।তারপর সূর্য ডোবার সাথে সাথে সূর্যমূখিটাও বিদায় নিতো বারান্দা থেকে।🌇🌇
তোমার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে অথবা তোমার বারান্দা বরাবর আরেকটি বারান্দায় বসে থাকা একটি ছেলে প্রতিদিন ব্যাকুল হয়ে যেতো,প্রতিদিন দিওয়ানা হয়ে মরতো।তারপর সূর্য ডোবার সাথে সাথে সূর্যমূখিটাও বিদায় নিতো বারান্দা থেকে।🌇🌇
আজ ৮ বছর পর এসে হয়ত নিয়মিত আসে না সেই সূর্যমূখি,হয়ত ছেলেটাও আর রাস্তায় কিংবা বরাবর বারান্দায় বসে থাকে না।তাই বলে কিন্তু,ভালবাসা একটুও কমেনি।কমেনি হৃদয়ের কষ্ট কিংবা চোখের কান্নাও। 😒😒
কিন্তু,পার্থক্য হয়তো সুখে থাকার অভিনয় করতে করতে আমি আজ পাক্কা অভিনেতা হয়ে যাচ্ছি।লুকিয়ে কাঁদতে থাকা ছেলেটাই এখন অভিনয় করতে করতে সবার সামনে কাঁদে। 😊😊
কিন্তু,পার্থক্য হয়তো সুখে থাকার অভিনয় করতে করতে আমি আজ পাক্কা অভিনেতা হয়ে যাচ্ছি।লুকিয়ে কাঁদতে থাকা ছেলেটাই এখন অভিনয় করতে করতে সবার সামনে কাঁদে। 😊😊
তুমি এসেছিলে বলেই শিখেছি কষ্টকে সামনে থেকে হাসি মুখে বরন করতে।
একসময় সন্ধ্যা হলেই অন্ধকার কক্ষে একাকী নীরবে কাঁদা ছেলেটি এখন আগের মতো না কাঁদলেও ওর হৃদয় আগের চেয়েও ক্ষত-বিক্ষত।যেন কোনো যুদ্ধে বিদ্ধস্ত দেশে সব হারিয়ে বেঁচে থাকা একমাত্র মানুষ। 🏆🏆
একসময় সন্ধ্যা হলেই অন্ধকার কক্ষে একাকী নীরবে কাঁদা ছেলেটি এখন আগের মতো না কাঁদলেও ওর হৃদয় আগের চেয়েও ক্ষত-বিক্ষত।যেন কোনো যুদ্ধে বিদ্ধস্ত দেশে সব হারিয়ে বেঁচে থাকা একমাত্র মানুষ। 🏆🏆
মানুষ হয়তো পাগল ভাবতে পারে,কিন্তু তুমি সত্যি এখন আমার এক রকম হেলুসুলেশন। যে কিনা আমার সাথে কথা বলে,আমাকে বিরক্ত করে,আমাকে ভালবাসে,আমার সাথে অভিমান করে।
ওকে নিয়ে বেশ সুখেই আছি।তবু যেন বাস্তবের তোমাকে না পাওয়ার আক্ষেপটা ছাড়তে পারি না।ছাড়তে পারবোও না।প্রথম প্রেম বলে কথা। 💝💝
ওকে নিয়ে বেশ সুখেই আছি।তবু যেন বাস্তবের তোমাকে না পাওয়ার আক্ষেপটা ছাড়তে পারি না।ছাড়তে পারবোও না।প্রথম প্রেম বলে কথা। 💝💝
বাকিদের কথা বলতে পারি না,তবে আমার জন্য পুরো পৃথিবীটা যদি সূর্যমূখির বাগান হয়,তাহলে সেই বাগানের সবচেয়ে সুন্দর আর আর মূল্যবান সূর্যমূখিটা তুমি। 🌻🌻
তোমার তুমিতে হারিয়ে করেছি কতো হাজার পাগলামি।বৃষ্টিতে একটানা ৪-৫ ঘন্টা ভিজেছি তোমাকে এক নজর দেখার জন্য।শৈত্যপ্রবাহে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে কাঁপছিলাম শীতের পোশাক না পরে।তোমাকে এক নজর দেখার জন্য ছুটে বেড়িয়েছি এক রাস্তা থেকে আরেক রাস্তা।
চলে যাবে সময়,থাকবো না আমরা।তবুও সেই রাস্তাগুলো আর রাস্তায় রেখে যাওয়া নিঃশ্বাস থাকবে আমার ভালবাসার চির সাক্ষি হয়ে। 🌴🌴
চলে যাবে সময়,থাকবো না আমরা।তবুও সেই রাস্তাগুলো আর রাস্তায় রেখে যাওয়া নিঃশ্বাস থাকবে আমার ভালবাসার চির সাক্ষি হয়ে। 🌴🌴
তুমি যদি জিজ্ঞেস করতে,আমি তোমাকে জন্মদিনে কি উপহার দেবো??
তাহলে বলতাম তোমার জন্য আমি আর আমার ভালবাসাই সবচেয়ে বড় উপহার।এই উপহার নিয়ে অপেক্ষায় রইলাম যদি কখনো আবদার করো........
বিদ্রঃ লেখাটি ২০১৬ সালের ২৬ অক্টোবরে লেখা।
তাহলে বলতাম তোমার জন্য আমি আর আমার ভালবাসাই সবচেয়ে বড় উপহার।এই উপহার নিয়ে অপেক্ষায় রইলাম যদি কখনো আবদার করো........
বিদ্রঃ লেখাটি ২০১৬ সালের ২৬ অক্টোবরে লেখা।