৩৬৫ টা প্রভাত ফেরি চোখের সামনেই অনেক আশায় আশায় কেটে গেলো, ৩৬৫ টা বিকেলের গোধুলি আর সন্ধ্যার অন্ধকারও কেটে গেলো অনেক আশা নিয়ে কিন্তু, কোনো আশা পূরন হলো না।
শুধু কি এই ১ বছর'ই? নাকি আরো বেশি!
আড়াই বছরের বেশি সময় ধরে আমাদের দেখা নেই।জানি দুজনে অনেক ব্যস্ত কিন্তু,তাই বলে একবার নয়!
সে যাই হোক আজ তো তোমার জন্মদিন।আচ্ছা কেমন আছো তুমি? এখনো কি সেই লাজুকতা কে তুমি সঙ্গে নিয়ে ঘুরো? আগের চেয়ে কি আরো শুকিয়ে গেলে নাকি আরেকটু যত্ন নিতে শিখেছো নিজের প্রতি?
আচ্ছা হঠাৎ করে জোৎস্নাহীন গভীর অন্ধকার রাতে যখন রেডিওতে একটা রোমান্টিক গানের সুর তোমার কানে ছড়িয়ে পরে তা কি তোমার হৃদয় পর্যন্ত ছড়িয়ে যায়?নাকি হৃদয়টাকে সিন্ধুতে আটকে দিয়ে রেখেছো?
তোমাকে খুবেকটা সাজতে আমি কখনো দেখিনি তবে জন্মদিনের দিনগুলোতে তুমি ছিলে অন্যরকম। বড্ড সুন্দর করে সাজতে যা এখনো মনে পরলে মন চায় আবার ঐ ফুতপাতের কোনায় দাঁড়িয়ে নতুন করে প্রেমে পরি।
নাহ! এতোটা হয়তবা ধৈর্যতেও কুলাবে না আমার।সে যাই হোক আমি কিন্তু আর আগের মতো অলস নই কিংবা তোমার জন্য রাস্তার কোনে ঘন্টার পর ঘন্টা পাড় করে দেবার মতো আর সময় হাতে নিয়ে চলতে পারি না।অনেক ব্যস্ত হয়ে পরেছি তুমি কল্পনা করতে পারবে না।তবু এতো ব্যস্ততার মধ্যেও হঠাৎ যখন তোমাকে মনে পরে সময় অসময়ে হৃদয়ে মৃদু ভূমিকম্পের কিন্তু এখনো অনূভুত হয়।ভালবাসিনা বলতে বলতে হয়তো জীবদ্দশা শেষমেশ দুজনে পাড়'ই করে দেবো কিন্তু,তারপরেও মনের কোনো এক গভীর থেকে হয়তো একটা নিশ্চুপ শান্ত পারমানবিক বোমা ফেটে জোরে আওয়াজ তুলবে ভালবাসি আমি এখনো ভালবাসি আর খুব শান্ত করেই জ্বালাবে পুরাবে আমার আর তোমার অন্তর দুটিকে।
আমাদের বয়স বেড়ে যাওয়াটা যদিও আমার কাছে ভালো লাগছে না এবং মনে হয় বয়সই আমাদের বেশি আলাদা করে দিলো।খুব নিমিষেই দুজনকে পৃথিবীর দুই প্রান্তে সরিয়ে নিলো।বার বার মন চায় আবার ছুটে যাই সেই তারুন্যের পিছে পিছে যেখানে ছিলো আমাদের দেখাশুনা,চোখে চোখ পরা আর মৃদু হাসির অন্তরালে অসীম সুন্দর ভালবাসা।
শুভ জন্মদিন হে প্রীয়,আমি আজও সুন্দরী বলতে তোমাকেই বুঝি। ❤